1. বিদ্যালয়টি যাত্রাপুর গ্রামে অবস্থিত।
2. এর পূর্বে পাঁকা রাস্তা এবং পশ্চিমে ইছামতি নদী আছে।
3. মোট 3টি ভবন। এর 1টি কাচা ও 2টি পাকা ভবন।
4. মোট 8টি কক্ষ আছে। 6টি শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়।
বিদ্যালয়টি 1938 সালে যাত্রাপুর গ্রামে দারগা বাড়ী নামক স্থানে প্রথমে শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরে এটিকে স্থানান্তরিত করে যাত্রাপুর বাজারের পাশে আনা হয়। ইছামতি নদীর ভাঙ্গনে কয়েকবার ভেঙ্গে যাওয়ার পর 2000/2001 সালে এটি পুন: স্থাপন করা হয়। বর্তমানে এটি 41 শতাংশ জমির উপর অবস্থিত এবং 3টি ভবনে 1শিফটে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য:
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
---|---|---|---|
01 | কাজী আব্দুর রফিক ডলার | সভাপতি | |
02 | খন্দাকার সাইদুর রহমান | সহ:সভাপতি | |
03 | আতোয়ার হোসেন | সদস্য | |
04 | আফরোজা ইসলাম | সদস্য | |
05 | সুবোধ চন্দ্র সরকার | সদস্য | |
06 | মো: মোশারফ হোসেন | সদস্য | |
07 | তানিয়া সারোয়ার | সদস্য | |
08 | পারভীন সুলতানা | সদস্য | |
09 | রতন চন্দ্র হালদার | সদস্য | |
10 | সামসুদ্দিন আহম্মেদ | সদস্য | |
11 | সাইয়ুম ফারহানা | সদস্য সচিব |
সন | পরীক্ষার্থীর সংখ্যা | A+ | A | A- | B | C | D | F | পাশের হার |
---|---|---|---|---|---|---|---|---|---|
2011 | 39 | 05 | 12 | 15 | 07 | - | - | - | 100% |
2012 | 32 | 02 | 13 | 08 | 07 | 02 | - | - | 100% |
2013 | 47 | 04 | 23 | 12 | 07 | 01 | - | - | 100% |
2014 | |||||||||
2015 |
2010 সালের সমাপনী পরীক্ষার ফলাফল:
১ম বিভাগ- 22 জন।
২য় বিভাগ- 15 জন।
৩য় বিভাগ- 03 জন।
পাশের হার 100%
প্রতি বছর সমাপনীতে ছাত্র-ছাত্রীরা বৃত্তি পায় এবং 100% পাশ করে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও উপজেলা পর্যায়ে পুরস্কার প্রাপ্তি। বিভিন্ন দিবসে অংশগ্রহণ ও পুরস্কার প্রাপ্তি।
বিদ্যালয়ে শিক্ষার মান আরো উন্নত করা । সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে সকল শিশুর অংশগ্রহণ নিশ্চিত করা। সকল মেধাবী শিক্ষার্থীর 100% পাঠ আয়ত্বে আনারা চেষ্ঠা করা। আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তোলা।
গ্রাম+ডাকঘর: যাত্রাপুর, উপজেলা: হরিরমপুর, জেলা: মানিকগঞ্জ। যাত্রাপুর পুরাতন বাজারের পাশে অবস্থিত। যাতায়াত ব্যবস্থা ভাল।
মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ
ক্রমিক নং | নাম | সাল | গ্রেড |
---|---|---|---|
01 | বৃষ্টি আক্তার | 2005 | সাধারণ |
02 | চৌধুরী সানজিদা আফরিন | 2006 | টেলেন্টপুল |
03 | কাজী আহম্মেদ জুবায়ের | 2006 | সাধারণ |
04 | শ্রাবনী রায় সোমা | 2006 | টেলেন্টপুল |
05 | প্রতিমা কর্মকার | 2007 | সাধারণ |
06 | সোহান আহম্মেদ | 2007 | টেলেন্টপুল |
07 | সুস্মিতা বালো | 2010 | টেলেন্টপুল |
08 | খাদিজা আক্তার | 2010 | সাধারণ |
09 | মারুফুল ইসলাম রাজ | 2010 | সাধারণ |
10 | সৌরভ সরকার | 2010 | টেলেন্টপুল |
11 | ইসমাইল এম.রহমান বিশাল | 2011 | টেলেন্টপুল |
12 | মোহাম্মদ জহিরুল ইসলাম | 2011 | টেলেন্টপুল |
13 | কাজী ফয়সাল মাহমুদ ইমন | 2011 | সাধারণ |
14 | ফাতেমা এম, রহমান মৃত্তিকা | 2013 | সাধারণ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস