বিদ্যালয়টি চার কক্ষ বিশিষ্ট একটি দ্বিতল ভবন। বন্যা ও প্রাকৃতিক দূর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। সামনে একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা-২৪৮ জন। কর্মরত শিক্ষক -৪ জন। দপ্তরী-কাম-নৈশ প্রহরী পদে একজন কর্মরত আছে।
এলাকার জনগনের উদ্যোগে ১৯৭৩ খ্রিষ্টাব্দে পূর্ব আজিমনগর গ্রামের নামে পূর্ব আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং শিক্ষকদের চাকুরী সরকারীকরণ করা হয়।
৪৪ নং পূব আজিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি
ক্র:নং | নাম | ক্যাটাগরী | পদবী |
১ | মো: আলিমুদ্দিন | প্রাপ্তন ওয়ার্ড সদস্য | সভাপতি |
২ | মো: সেলিম হোসেন | বিদ্যোৎসাহী পুরুষ | সহ-সভাপতি |
৩ | শাহানাজ পারভীন | বিদ্যোৎসাহী মহিলা | সদস্য |
৪ | শুকুর মৃধা | জমিদাতা | ” |
৫ | শেখ কামাল | ওয়ার্ড সদস্য | ” |
৬ | মো: বিপ্লব হোসেন | উচ্চ বিদ্যালয় শিক্ষক | ” |
৭ | মো: মোন্নাফ শেখ | ছাত্র অভিভাবক | ” |
৮ | মো: সহিদুল ইসলাম | ছাত্র অভিভাবক | ” |
৯ | মো: রেখা আক্তার | ছাত্র অভিভাবক | ” |
১০ | নির্মল কুমার হালদার | শিক্ষক প্রতিনিধি | ” |
১১ | স্মৃতি চৌধুরী | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
সন | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | F | পাশের হা |
---|---|---|---|---|---|---|---|---|---|
2011 | 09 | - | 3 | 3 | 2 | 100% | |||
2012 | 09 | 02 | 5 | 1 | 1 | 100% | |||
2013 | 13 | - | 7 | 4 | - | 1 | 100% | ||
2014 | |||||||||
2015 |
শিক্ষাবৃত্ত তথ্য সমূহ পাওয়া যায়নি।
বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করা হয়েছে। সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% অর্জিত হয়েছে।
সুসজ্জিত শ্রেণিকক্ষ, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি, সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% ধরে রাখা, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের যাবতীয় পদক্ষেপসমূহ অনুসরণ করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা, মিড ডে মিল চালু করা সহ বিদ্যালয়টিকে এক শিফটে পরিচালনা করা।
স্মৃতি চৌধুরী- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক- ৪৪নং পূর্ব আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
উপজেলা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ। মোবাইল- 01758059807
হরিরামপুর উপজেলা শিক্ষা অফিস হতে আনুমানিক 30কিলোমিটার দূরে।
ক্র: নং | নাম | ফলাফল | মন্তব্য |
---|---|---|---|
০১ | সরুফা আক্তার | জিপিএ 5.00 | |
০২ | সাব্বির হোসেন | জিপিএ 4.50 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস