হরিরামপুর উপজেলার অন্তর্গত বাল্লা ইউনিয়নের অবস্থিত ভাদিয়াখোলা ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়। ভাদিয়াখোলা ফিরোজা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা জনাব হারুন অর রশিদ (মুন্ন) সাবেক এম.পি।বিদ্যালেয়টি ৯.০২একর জমির উপরে উত্তর নির্মিত। এতে (ক) ১টি সরকারী পাকা ভবনে ৩টি কক্ষ এবং বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নির্মিত ৩ টি আধা পাকা ভবনে ৭টি কক্ষ আছে। সবমোট কক্ষের সংখ্যা ১০ টি। শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য পৃথক পৃথক ৩ টি ওয়াশ রুম বা শৌচাগার আছে।
বিদ্যালয়টিতে সর্ম্পূন গ্রামীণ ও মনোরিম পরিবেশ বিদ্যমান। এতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা রয়েছে। বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলাধীন সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের কিছু অংশ এবং জামশা ইউনিয়নের কিছু অংশ বিস্তীণ এলাকা জুড়ে স্থানীয় জনগণের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। ইহা স্থাপিত হওয়ার কারণে উক্ত এলাকা শিক্ষা বঞ্চিত অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে ধাবমাণ। বিদ্যালয়টিতে সর্ম্পূন গ্রামীণ ও মনোরিম পরিবেশ বিদ্যমান। এতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা রয়েছে। বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলাধীন সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের কিছু অংশ এবং জামশা ইউনিয়নের কিছু অংশ বিস্তীণ এলাকা জুড়ে স্থানীয় জনগণের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। ইহা স্থাপিত হওয়ার কারণে উক্ত এলাকা শিক্ষা বঞ্চিত অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে ধাবমাণ।
জনাব মোঃ আলী হোসেন | সভাপতি |
জনাব পিজুস কুমার বিশ্বাস | সাধারণ শিক্ষক সদস্য |
জনাব ইছাক | সাধারণ শিক্ষক সদস্য |
জনাব আনর কলি | স: মহিলা শিক্ষক সদস্য |
জনাব তারিকুল ইসলাম | অভিভাবক সদস্য |
জনাব আব্দুল খালেক চৌধুরী | অভিভাবক সদস্য |
জনাব আব্দুল মান্নান | অভিভাবক সদস্য |
জনাব আব্দুল আজিজ | মহিলা অভিভাবক সদস্য |
জনাব মুক্তা আক্তার | দাতা সদস্য |
জনাব নজরুল ইসলাম বাদশা | কো-অপ্ট সদস্য |
জনাব মোঃ ওয়াজেদ আলী | সচিব/ সম্পাদক |
সন | পরীক্ষার্থী | কৃতর্কায | পাশের হার |
এসএসসি | |||
২০১০ | ৪৭ | ৩৮ | ৮১% |
২০১১ | ৫১ | ৪৮ | ৯৪.১২% |
২০১২ | ৮০ | ৩৭ | ৯১.৫০% |
২০১৩ | |||
২০১৪ | ৫৪ | ||
জেএসসি | |||
২০১০ | ৬৪ | ৪৬ | ৭১.৮৮% |
২০১১ | ৬৯ | ৬৪ | ৯২.৫৫% |
২০১২ | |||
২০১৩ | |||
২০১৪ |
২০১০ সালে জেএসসি পরীক্ষায় 0১ জন এবং ২০১১ সনে এসএসসি পরীক্ষায় ১জন।
এসএসসি এবং জেএসসি পরীক্ষায় দিন দিন সফলতা বৃদ্ধি পাচ্ছে।
দ্বাদশ শ্রেনী পযন্ত উন্নীত। গুনগত, সংখ্যাগত ও ভৌত্ত অবকাঠামো উন্নয়ন। পাঠাগার, শিক্ষক কোয়াটার ও ছাত্রাবাস স্থাপন।
গ্রামঃ ভাদিয়াখোলা, ডাকঘরঃ মালুচী,ওয়ার্ড নং-০৩, ইউনিয়নঃ বাল্লা, উপজেলাঃ হরিরামপুর, জেলাঃ মানিকগঞ্জ। ঝিটকা বাজার বাস স্ট্যান্ড থেকে নেমে পশ্চিম দিকে পাকা রাস্তা দিয়ে ঝিটকা দফাদার পাড়া টেম্পু স্ট্যান্ডে গিয়ে অটো রিক্সা বা টেম্পুতে ১০ টাকা ভাড়া লাগে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটিতে আসতে।
হরিরামপুর উপজেলার অন্তর্গত বাল্লা ইউনিয়নের অবস্থিত ভাদিয়াখোলা ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয় এর মেধাবী ছাত্র-ছাত্রী বৃন্দের তথ্য সংগ্রহের কাজ চলছে। তথ্য এখনো হাতে পাইনি তথ্য পেলে খুবই দ্রুত আপলোড করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস