বর্তমানে বিদ্যালয়ে ২টি পাকা ভবন। কক্ষ সংখ্যা-৬টি। সামনে একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা-২৩০ জন। কর্মরত শিক্ষক -৪ জন। দপ্তরী-কাম-নৈশ প্রহরী পদে একজন কর্মরত আছে।বর্তমানে বিদ্যালয়ে ২টি পাকা ভবন। কক্ষ সংখ্যা-৬টি। সামনে একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা-২৩০ জন। কর্মরত শিক্ষক -৪ জন। দপ্তরী-কাম-নৈশ প্রহরী পদে একজন কর্মরত আছে।
এলাকার জনগনের উদ্যোগে ১৯৪১ খ্রিষ্টাব্দে লেছড়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তিতে ১৯৭৩ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং শিক্ষকদের চাকুরী সরকারীকরণ করা হয়।
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী | মন্তব্য |
১ | মো: জাহিদুল ইসলাম | সভাপতি | অভিভাবক |
|
২ | মো: মনির মিয়া | সহ:সভাপতি | অভিভাবক |
|
৩ | মো: ওয়াজেদ বেপারী | সদস্য | বিদ্যোৎসাহী |
|
৪ | আসমা আক্তার | সদস্য | বিদ্যোৎসাহী |
|
৫ | কুদ্দুস বেপারী | সদস্য | অভিভাবক |
|
৬ | ইলিয়াস প্রামানিক | সদস্য | অভিভাবক |
|
৭ | হাছনা বেগম | সদস্য | শিক্ষক প্রতিনিধি | উ:বি: |
৮ | রোজিনা বেগম | সদস্য | জমিদাতা |
|
৯ | মজনু ভূইয়া | সদস্য | ওয়ার্ড মেম্বার |
|
১০ | নির্মলেন্দ সরকার | সদস্য | শিক্ষক প্রতিনিধি | সপ্রাবি |
১১ | বকুল আক্তার | সদস্য-সচিব | প্রধান শিক্ষক |
|
সাল | মোট পরীক্ষার্থীর্ | A+ | A | A- | B | C | D | F | পাশের হার |
---|---|---|---|---|---|---|---|---|---|
2010 | 28 | 01 | 18 | 02 | - | - | - | - | 191% |
2011 | 31 | - | - | - | - | - | - | - | 84% |
2012 | 48 | - | - | - | 04 | 20 | 13 | 100% | |
2013 | 47 | - | 03 | 04 | 11 | 14 | 04 | - | 98% |
2014 | 31 | - | - | - | 01 | 14 | 08 | - | 100% |
বিদ্যালয়ে সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক।
সুসজ্জিত শ্রেণিকক্ষ, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি, সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% ধরে রাখা, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের যাবতীয় পদক্ষেপসমূহ অনুসরণ করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা, মিড ডে মিল চালু করা সহ বিদ্যালয়টিকে এক শিফটে পরিচালনা করা।
২৭নং লেছড়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রাম-লেছড়াগঞ্জ, ডাকঘর-চালা
উপজেলা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ। হরিরামপুর বাসষ্ট্যান্ড হতে রিক্সা/অটো যোগে আন্ধারমানিক নদীর ঘাট থেকে ট্রলার যোগে পদ্মা নদী পার হয়ে হরিনার চর। সেখান থেকে ১০ কি.মি পায়ে হেটে ভগবানচরে অবস্থিত লেছড়াগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়।
মেধাবী ছাত্রছাত্রীর তথ্য খুজে পাওয়া যায় নি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস