বিদ্যালয়টি বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামে অবস্থিত ছিল। পদ্মা নদীর ভাঙ্গনের কারনে বর্তমান বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে অবস্থিত।
বিদ্যালয়টি বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামে অবস্থিত ছিল। নদী ভাঙ্গনের কারণে বর্তমানে বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে অবস্থিত।
১১ সদস্য বিশিষ্ট বর্তমান পরিচালনা কমিটি বিদ্যমান:
ক্রমিক নং | নাম | ক্যাটাগরী | পদবী |
---|---|---|---|
01 | রতন কুমার দাস | বিদ্যোৎসাহী | সভাপতি |
02 | মনোয়ারা বেগম | বিদ্যোৎসাহী | সহ: সভাপতি |
03 | মো: মজিব উদ্দিন চৌধুরী | জমিদাতা সদস্য | সদস্য |
04 | পরেশ চন্দ্র সরকার | ওয়ার্ড মেম্বার | সদস্য |
05 | মো: বাবুল হোসেন | অভিভাবক | সদস্য |
06 | মো: রেজাউল মিয়া | অভিভাবক | সদস্য |
07 | বীনা আক্তার | অভিভাবক | সদস্য |
08 | রেখা রানী বিশ্বাস | অভিভাবক | সদস্য |
09 | যতীশ চন্দ্র মন্ডল | উচ্চ বিদ্যালয় শিক্ষক | সদস্য |
10 | সোহানা আক্তার | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
11 | স্মৃতি কনা দাস | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
সন | পরীক্ষার্থীর সংখ্যা | A+ | A | A- | B | C | D | F | পাশের হার |
---|---|---|---|---|---|---|---|---|---|
2011 | 12 | - | 03 | 04 | 04 | - | - | - | 100% |
2012 | 20 | 01 | 07 | 06 | 06 | - | - | - | 100% |
2013 | 15 | 04 | 10 | 01 | - | - | - | - | 100% |
2014 | |||||||||
2015 |
1. রতন কুমার দাস- (সহ: অধ্যাপক) বিচারপতি নুরুল ইসলাম ডিগ্রী কলেজ, হরিরামপুর, মানিকগঞ্জ।
2. সুবোধ চন্দ্র বিশ্বাস (প্রভাষক) এম,এ, রউফ ডিগ্রী কলেজ, কৌড়ী, হরিরামপুর, মানিকগঞ্জ।
3. অসীম চন্দ্র বিশ্বাস (আইনজীবী)
বিদ্যালয়টি B গ্রেডভুক্ত ছিল। 2010 সালে এটি A গ্রেডে উন্নীত হয়েছে।
৮ম শ্রেণী পর্যন্ত চালু করণ। বিদ্যুৎ সংযোগ, বাউন্ডারী এবং বৃক্ষ দ্বারা পরিবেষ্ঠিত একটি নন্দনিক পরিবেশ শ্রেণী কার্যক্রম পরিচালনায় কম্পিউটার সহ অন্যান্য আধুনিক সরঞ্জাম এবং বিভিন্ন উপকরণ প্রয়োজন।
বিদ্যালয়টি বর্তমানে বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে অবস্থিত। বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রী কলেজের পশ্চিমে এর অবস্থান। উপজেলা সদর হতে 1 কি.মি. দূরে অবস্থিত। যাতায়াত ব্যবস্থা ভাল। পাকা রাস্তার পাশে অবস্থিত।
2013 সালে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী মেধাবী ছাত-ছাত্রীবৃন্দ:
1. আবরার আদনান প্রাঞ্জল A+
2. লাবন্য দাস তুলি A+
3. আফসানা আক্তার A+
4. শিউলী আক্তার A+
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস