প্রতিষ্ঠাতা:
১। বাবু পূর্ণ চন্দ্র চক্রবর্তী
২। বাবু যোগেশ চন্দ্র চক্রবর্তী
৩। বাবু জোতিষ চন্দ্র চক্রবর্তী
পিতা: বাবু ঈশ্বর চন্দ্র চক্রবর্তীগ্রাম: আজিমনগর, ডাকঘর: ইব্রাহিমপুর, উপজেলা: হরিরামপুর, জেলা: মানিকগঞ্জ।প্রতিষ্ঠতার তারিখ: ১৬ জুন ১৯২৩ খ্রিঃকলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্বীকৃতির নম্বর: এসঃ ২৩৬/প্রঃ৪৬৮, বিদ্যালয়ের কোড: ২৮০৩০৮১৩০১, তারিখ: ২৬/১১/১৯২৭।প্রথম প্রধান শিক্ষকের নাম: বাবু হরেন্দ্র নাথ পালপ্রথম ছাত্র ভর্তি: ১৬/০৬/১৯২৩প্রথম যাকে ভর্তি করা হয়:ধীরেন্দ্র নাথ দাস (চতুর্থ শ্রেণী)প্রথম ম্যাট্রিক পরীক্ষার সন: ১৯৩১ খ্রিঃপ্রথম পরীক্ষার্থীর সংখ্যা: ১২ জন (কৃতকায: ৮জন, প্রথম বিভাগ-২জন)প্রথম ছাত্রী: ফিরোজা বেগম, আলম আরা বেগম।
১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইব্রাহিমপুরের উচ্চ বিদ্যালয়টি তৎকালীন আজিমনগর নিবাসী জমিদার ঈশ্বর চন্দ্র চক্রবর্তীর নামানুসারে নামকরণ করা হয়। অনেকেরই ধারণা হয়তো ঈশ্বর চন্দ্র চক্রবর্তীই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। মূলতঃ ঘটনাটি তা নয়। ঈশ্বর চন্দ্র চক্রবর্তীর ছিল তিন পুত্র। এই তিরত্নের আন্তরিক প্রচেষ্টাতে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠায় বাবু যোগেশ চন্দ্র চক্রবর্তীর ভূমিকা ছিল সবার্ধিক।অন্য দুই ভাই অংশীদার মাত্র। সৃষ্টি সুখের উল্লাসে উল্লাসিত বাবু যোগেশ চন্দ্র চক্রবর্তী এমনভাবে এই বিদ্যালয়টিতে উৎসর্গ করিছিলেন যে, এক পযার্য়ে নিজের স্ত্রীর গহনা বিক্রি করে বিদ্যালয় প্রতিষ্ঠার মত মহান কাজে যোগান দিয়েছিলেন এবং শেষ পযর্ন্ত তিনি পাগল নামে আখ্যায়িত হয়েছিলেন।
১। জনাব আলী আকবর খান –সভাপতি
২। জনাব সুরঞ্জন কুমার ভৌমিক –শিক্ষক প্রতিনিধি
৩। জনাব নুরুল ইসলাম –শিক্ষক প্রতিনিধি
৪। জনাব রুবিয়া খাতুন –সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি
৫। জনাব মনিরুজ্জামান মনির –অভিভাবক সদস্য
৬। জনাব দিলীপ চন্দ্র শীল –অভিভাবক সদস্য
৭। জনাব আবুল হাশেম –অভিভাবক সদস্য
৮। জনাব মোঃ আনোয়ার হোসেন –অভিভাবক সদস্য
৯। শূণ্য –সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
১০। শূণ্য –প্রতিষ্ঠাতা সদস্য
১১। শূণ্য –দাতা সদস্য
১২। জনাব মোঃ মোস্তাফিজুর রহমান –কো-অপ্ট সদস্য
১৩। প্রধান শিক্ষক –সদস্য সচিব
সন | পরীক্ষর্থী | A+ | A | A- | B | C | D | মোট | পাশের হার |
২০০৭ | ৭৯ |
| ৩ | ১৪ | ১৯ | ৩ | ১ | ৪০ | ৫০.৬৩% |
২০০৮ | ৪৪ |
| ১১ | ৭ | ১৩ | ৯ | - | ৪০ | ৯০.৯০% |
২০০৯ | ৪৪ |
| ১২ | ১৫ | ১ | ৩ | - | ৩১ | ৭০.৪৫% |
২০১০ | ৪১ | ১ | ১২ | ১৪ | ৫ | ৪ | - | ৩৬ | ৮৭.৮০% |
২০১১ | ৫৯ |
| ৬ | ১৬ | ১৪ | ১৪ | - | ৫০ | ৮৪.৭৫% |
নাম: মোয়াজ্জেম হোসেন খান পিতা: আবদুর রউফ খান ৭ম-১৯৬৮ (৭১৯) বোর্ড মেধা তালিকায় |
নাম: মোঃ শামসুর রহমান পিত: মোঃ ফইমদ্দিন ১০ম-১৯৭০ (৭১৪) বোর্ড মেধা তালিকায় |
নাম: মোঃ মোবারক হোসেন খান পিতা: মহিউদ্দিন খান ৭ম-১৯৭১ (২৩১) বোর্ড মেধা তালিকায় |
নাম: এইচ, আই লুৎফর রহমান পিতা: আবদুর লতিফ খান ৭ম-১৯৭০ (৭১৬) বোর্ড মেধা তালিকায় |
নাম ও পরিচিতি |
জনাব হারুনার রশিদ খান মুন্নু সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজ সেবক |
জনাব কাজী মজিবুর রহমান রাজা সাবেক সংসদ সদস্য, অন্যতম প্রবাসী মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতি বিদ, চাটার্ড একাউন্টটেন্ড। |
জনাব ফজলুর রহমান বিচারপতি |
জনাব মীর হাবিবুর রহমান এডভোকেট (সুপ্রীম কোর্ট), বিশিষ্ট রাজনীতি বিদ, বীর মুক্তিযোদ্ধা। |
জনাব কাজী মোশারফ হোসেন রতন বিশিষ্ট রাজনীতি বিদ, বিশিষ্ট শিল্পপতি, সভাপতি বাংলাদেশ মূদ্রণ শিল্প সমিতি। |
ডঃ মীর মোশারফ হোসেন কিরণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী, প্রাক্তন সদস্য বাংলাদেশ পরমাণু গবেষনা প্রতিষ্ঠান। |
ডঃ মোশারফ হোসেন টগর বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক |
জনাব আঃ খালেক শিকদার সাবেক চেয়ারম্যান, বিসিআইসি |
জনাব সামসুদ্দিস আহমেদ এডভোকেট সুপ্রীম কোর্ট, সাবেক উপ-নিবার্চন কমিশনার |
জনাব নূর মোহাম্মদ খান মহা পরিচালক, ওয়াপদা |
ডাঃ ওমর উদ্দিন আহমেদ বিশিষ্ট চিকিৎসক |
জনাব আবদুল মজিদ মোল্লা প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার |
জনাব তাজুল ইসলাম যুগ্ম সচিব |
ডঃ দেওয়ান আবদুল কাদের মুকুল মহাকাশ বিজ্ঞানী |
জনাব হানিফ খান সিনিয়র ভাইস চেয়ারম্যান আরব বাংলাদেশ ব্যাংক |
জনাব ইবাদুল ইসলাম এডভোকেট, বিশিষ্ট রাজনীতি বিদ |
জনাব দেওয়ান হানজালা প্রকৌশলী |
ডঃ সৈয়দ জাহিদ হোসেন প্রাণ রসায়ণ বিদ |
|
|
|
আবদুর রাজ্জাক (এম ফার্ম) |
মোঃ কামরুল হাসান এমবিবিএস |
মোঃ শাখাওয়াত হোসেন এমবিবিএস |
মোঃ রেজাউল করিম তালুকদার শিক্ষক (বাংলা), জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয় |
ওয়াহিদা খানম এমবিবিএস |
মোঃ সাইফুল ইসলাম এমবিবিএস |
মোঃ সালাহ উদ্দিন এমবিবিএস |
সঞ্চিতা গুহ শিক্ষক (সংস্কৃত), ঢাকা বিশ্ব বিদ্যালয় |
একটি আদর্শ শিক্ষা প্রর্তিষ্ঠান হিসাবে গড়ে তোলা ও কলেজ পযর্ন্ত উন্নীত করণ।
ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়, ডাকঘর: ইব্রাহিমপুর, উপজেলা: হরিরামপুর, জেলা: মানিকগঞ্জ।
মোবাইল:০১৭৫৪৩৭২৩৭১, ইমেইল: ibrahimpurhighschool@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস