আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিকি বিদ্যালয়আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিকি বিদ্যালয়টি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, নিরলস প্রচেষ্ঠা চালিয়েছেন এবং অবদান রেখেছেন তাঁর হলেন- জনাব আ: জলিল মুন্সি, জনাব বিজয় কুমার হাজরা, জনাব আজাহার উদ্দিন আহমেদ, জনাব আব্দুর রহমান এবং জনাব আব্দুল মতিন সিদ্দিকী। এছাড়া বিদ্যালয়ের জমি দান করে বিশেষভাবে যিনি অবদান রেখেছেন তিনি হলেন বাবু সন্তোষ কুমার সাহা। ৩৩ শতাংশ ভূমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। ১৯৬৯ সালের ৭ জুলাই জুলাই বিদ্যালয়টি সরকারী ভাবে স্বীকৃতি লাভ করে এবং ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। তৎকালে ৫০ ফুট২০ ফুট ও ৩ কক্ষ বিশিষ্ট একখানা টিনের ঘর ছিল এবং মাত্র ৪ জন শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হয়। বতর্মানে ৪টি ভবন, এগারো কক্ষ ও দশ জন শিক্ষক/শিক্ষিকা দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টির লেখাপড়ার গুনগত মান ভাল। বিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্র, ছাত্রী আজ অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা। বিদ্যালয়টির পরিবেশ অত্যন্ত ভাল।
আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিকি বিদ্যালয়আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিকি বিদ্যালয়টি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, নিরলস প্রচেষ্ঠা চালিয়েছেন এবং অবদান রেখেছেন তাঁর হলেন- জনাব আ: জলিল মুন্সি, জনাব বিজয় কুমার হাজরা, জনাব আজাহার উদ্দিন আহমেদ, জনাব আব্দুর রহমান এবং জনাব আব্দুল মতিন সিদ্দিকী। এছাড়া বিদ্যালয়ের জমি দান করে বিশেষভাবে যিনি অবদান রেখেছেন তিনি হলেন বাবু সন্তোষ কুমার সাহা। ৩৩ শতাংশ ভূমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। ১৯৬৯ সালের ৭ জুলাই জুলাই বিদ্যালয়টি সরকারী ভাবে স্বীকৃতি লাভ করে এবং ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। তৎকালে ৫০ ফুট২০ ফুট ও ৩ কক্ষ বিশিষ্ট একখানা টিনের ঘর ছিল এবং মাত্র ৪ জন শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হয়। বতর্মানে ৪টি ভবন, এগারো কক্ষ ও দশ জন শিক্ষক/শিক্ষিকা দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টির লেখাপড়ার গুনগত মান ভাল। বিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্র, ছাত্রী আজ অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা। বিদ্যালয়টির পরিবেশ অত্যন্ত ভাল।
বর্তমান পরিচালনা কমিটি:
ক্র: নং | সদস্যদের নাম | ক্যাটাগরী | পদবী |
০১ | মো: জাহিদুর রহমান তুষার | পুরুষ বিদ্যোৎসাহী | সভাপতি |
০২ | সুশান্ত কুমার সাহা | ছাত্র অভিভাবক | সহ-সভাপতি |
০৩ | মো: জালাল উদ্দিন আহমেদ | উ.বি. শিক্ষক | সদস্য |
০৪ | মো: মহিদুর রহমান | ছাত্র অভিভাবক | সদস্য |
০৫ | শিউলী রানী রায় | ছাত্র অভিভাবক | সদস্য |
০৬ | আছিয়া বেগম | মহিলা বিদ্যোৎসাহী | সদস্য |
০৭ | শামীমা আক্তার চায়না | ছাত্র অভিভাবক | সদস্য |
০৮ | মো: খলিলুর রহমান | ইউপি সদস্য | সদস্য |
০৯ | নারগিছ আক্তার | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
১০ | মো: হুমায়ুন কবির | প্রধান শিক্ষক, সদস্য সচিব | সদস্য সচিব |
১১ |
|
|
|
সাল | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | F | পাশের হার |
2010 | 55 | 12 | 20 | 10 | 12 | - | - | 01 | 98% |
2011 | 51 | 10 | 24 | 10 | 03 | 04 | - |
| 100% |
2012 | 61 | 24 | 19 | 06 | 02 | 10 | - |
| 100% |
2013 | 62 | 12 | 12 | 18 | 15 | 04 | 01 |
| 100% |
2014 | 58 |
| 14 | 07 | 06 | 19 | - |
| 100% |
শিক্ষা বৃত্ত তথ্য পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু ফুটবল খেলায় ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ান ২০১৩ খ্রি:। সর্বাধিক জিপিএ- ৫ এবং ট্যালেনপুল বৃত্তি প্রাপ্তি। বিদ্যালয়ের পরিবেশ অনেক ভাল।
পড়ালেখার মান আরো উন্নত করা। বিদ্যালয়ের জায়গা অনেক কম ভবিষ্যতে এর জায়গা বৃদ্ধি করে দ্বিতল ভবন ও খেলার মাঠ তৈরী করা।
মো: হুমায়ুন কবির, প্রধান শিক্ষক, আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ডাকঘর+উপজেলা: হরিরামপুর্, জেলা: মানিকগঞ্জ। মোবাইল- 01731626432
মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ:
ক্র: নং | নাম | পাশের সন | ক্র: নং | নাম | পাশের সন |
০১ | মাহমুদুল হাসান | ২০০০ | ২৬ | সাকিব হোসেন | ২০০৮ |
০২ | রাসেল আফছার | ২০০১ | ২৭ | মো: হুমায়ুন কবীর | ২০০৮ |
০৩ | ইনজামামুল কবির | ২০০৪ | ২৮ | নয়ন দত্ত | ২০০৮ |
০৪ | মো: সালাহ উদ্দিন সাগর | ২০০৪ | ২৯ | শিউলী আক্তার | ২০০৮ |
০৫ | জান্নাতুল নাঈম | ২০০৪ | ৩০ | আছিবুর রহমান | ২০১০ |
০৬ | সঞ্চিতা সাহা রায় | ২০০৪ | ৩১ | ইরাদ হোসেন | ২০১০ |
০৭ | বর্নালী সরকার আশু | ২০০৪ | ৩২ | মো: হাবিবুল্লাহ শওকত | ২০১০ |
০৮ | জবায়ের হাসান আব্দুল্লাহ | ২০০৫ | ৩৩ | কলমী আজাদ কংকন | ২০১১ |
০৯ | মো: মামুন | ২০০৫ | ৩৪ | ইরিন আজিজ রোজ | ২০১১ |
১০ | মো: রিপন | ২০০৫ | ৩৫ | লাবনী সাহা | ২০১১ |
১১ | তাহমিনা আক্তার পিংকি | ২০০৫ | ৩৬ | রিংকি দাস | ২০১১ |
১২ | ফারহানা সুলতানা মিলা | ২০০৫ | ৩৭ | সুদীপ্ত সাহা | ২০১২ |
১৩ | মিজানুর রহমান সবুজ | ২০০৬ | ৩৮ | সোহানুর রহমান সোহান | ২০১২ |
১৪ | দুলালী রাজবংশী | ২০০৬ | ৩৯ | আকাশ রাজবংশী | ২০১২ |
১৫ | বিপাশা রাজবংশী | ২০০৬ | ৪০ | আব্দুল্লাহ আল আনান | ২০১২ |
১৬ | সাবিহা আলম খান | ২০০৬ | ৪১ | এন,কে ফাতিহা | ২০১২ |
১৭ | মাহিলা আলম খান | ২০০৬ | ৪২ | কেয়া আক্তার | ২০১২ |
১৮ | মো: সবুজ আলম | ২০০৭ | ৪৩ | ফাহেমা তুজ জোহুরা | ২০১২ |
১৯ | মেহেদী হাসান সুমন | ২০০৭ | ৪৪ | মৌসুমী আক্তার মিতু | ২০১২ |
২০ | সুমিত্রা দে | ২০০৭ | ৪৫ | সাদিয়া ইসলাম | ২০১২ |
২১ | ফারিয়া তাসনিম | ২০০৭ | ৪৬ | রিপন দাস | ২০১৩ |
২২ | কানিজ আজাদ কেয়া | ২০০৭ | ৪৭ | ঝুমা আক্তার | ২০১৩ |
২৩ | পিন্টু মিয়া | ২০০৮ | ৪৮ | বিথী আক্তার | ২০১৩ |
২৪ | প্রকাশ চন্দ্র রায় | ২০০৮ | ৪৯ |
|
|
২৫ | বাদল বিশ্বাস | ২০০৮ | ৫০ |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস