বর্তমানে বিদ্যালয়ে ২টি পাকা ভবন। কক্ষ সংখ্যা-৬টি। সামনে একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা-৩৯৯ জন। কর্মরত শিক্ষক -৪ জন।
হালুয়াঘাটা গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মো: আব্দুল হালিম জমি দান করে নিজ উদ্যোগে ১৯৩৫ খ্রিষ্টাব্দে হালুয়াঘাটা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা পরবর্তিতে ১৯৭৩ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং শিক্ষকদের চাকুরী সরকারীকরণ করা হয়।
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী | মন্তব্য |
১ | মো: জিগীর আলী মোল্লা | সভাপতি | অভিভাবক |
|
২ | আব্দুল হালিম মোল্লা | সহ:সভাপতি | জমিদাতা |
|
৩ | আব্দুস সালাম | সদস্য | বিদ্যোৎসাহী |
|
৪ | সুফিয়া বেগম | সদস্য | বিদ্যোৎসাহী |
|
৫ | ছালেহা বেগম | সদস্য | অভিভাবক |
|
৬ | রুবিয়া বেগম | সদস্য | অভিভাবক |
|
৭ | মো: ইসলাম | সদস্য | শিক্ষক প্রতিনিধি | উ:বি: |
৮ | মো: ছত্তার খান | সদস্য | অভিভাবক |
|
৯ | মো: জাহাঙ্গীর হোসেন | সদস্য | ওয়ার্ড মেম্বার |
|
১০ | মির্জা কামরুল হাসান | সদস্য | শিক্ষক প্রতিনিধি | সপ্রাবি |
১১ | নমিতা হালদার | সদস্য-সচিব | প্রধান শিক্ষক |
|
সন | পরীক্ষার্থীর সংখ্যা | A+ | A | A- | B | C | D | F | পাশের হার |
---|---|---|---|---|---|---|---|---|---|
2010 | 41 | - | 20 | 16 | - | - | - | 05 | 88% |
2011 | 43 | - | 01 | 09 | 12 | 14 | 06 | 01 | 98% |
2012 | 54 | - | 03 | 09 | 12 | 15 | 02 | 13 | 76% |
2013 | 68 | - | 02 | 17 | 26 | 14 | 02 | 02 | 97% |
2014 | 60 | - | 01 | 03 | 08 | 17 | 10 | 100% |
সন | ট্যালেন্টপুল বৃত্তি | সাধারণ বৃত্তি | মন্তব্য |
২০০৯ | - | - |
|
২০১০ | - | - |
|
২০১১ | - | ১ |
|
২০১২ | - | - |
|
বিদ্যালয়ে সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক। সমাপনী পরীক্ষায় পাশের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
সুসজ্জিত শ্রেণিকক্ষ, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি, সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% ধরে রাখা, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের যাবতীয় পদক্ষেপসমূহ অনুসরণ করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা, মিড ডে মিল চালু করা সহ বিদ্যালয়টিকে এক শিফটে পরিচালনা করা। এছাড়া একে অষ্টম শ্রেণী পর্যন্ত উর্নীত করা।
৩১নং হালুয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
গ্রাম-হালুয়াঘাটা, ডাকঘর :লেছড়াগঞ্জ, উপজেলা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ।
হরিরামপুর বাসষ্ট্যান্ড হতে ২ কিলোমিটার রিক্সা, অটো যোগে নদীর ঘাটে থেকে ট্রলার যোগে পদ্মা নদী পার হয়ে হরিনার চর। সেখান থেকে ১০ কি.মি পায়ে হেটে ভগবান চরে হালুয়া ঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত।
হ
ক্রমিক নং | ছাত্র-ছাত্রীর নাম | ফলাফল | মন্তব্য |
১ | নাসরিন | জিপিএ-৪.৪৫ |
|
২ | সবুজ মল্লিক | জিপিএ-৪.৪৫ |
|
৩ | রুমা | জিপিএ-৪.৩৩ |
|
৪ | তানিয়া | জিপিএ-৪.৩৩ |
|
৫ | আনিকা | জিপিএ-৪.২৫ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস