বয়ড়া মধ্যকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার খালপাড় বয়ড়া গ্রামে অবস্থিত। এটি বয়ড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন পদ্মা নদীর তীরে অবস্থিত। বিদ্যালয়টি আশ্রয়ন প্রকল্পসহ দ্বি-তল ভবন বিশিষ্ট। বিদ্যালয়ে মোট 4টি কক্ষ আছে। 3টি শ্রেণী কক্ষ ও 1টি অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে 4 জন শিক্ষক ও 83 জন ছাত্র-ছাত্রী রয়েছে।
বয়ড়া মধ্যকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি 1942 সনে বয়ড়া মধ্যকান্দি গ্রামে প্রতিষ্ঠিত হয়। এটি বেশ সুনাম ধন্য বিদ্যালয় হিসেবে পরিচিত ছিল। ছাত্র-ছাত্রীর সংখ্যাও ছিল 500 এর উপরে। নদী ভাঙ্গনের ফলে এটি 1998 - 1999 সালে বর্তমান স্থানে অর্থাৎ খালপাড় বয়ড়া গ্রামে স্থানান্তর করা হয় এর ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা কমে যায়। 2004-2005 সালে পিইডিপি টু এর অর্থায়নে বিদ্যালয়টি পুনঃ নির্মিত হয়।
১১ সদস্য বিশিষ্ট্ বর্তমান পরিচালনা কমিটি বিদ্যমান আছে।
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল:
সন | মোট ছাত্রছাত্রী সংখ্যা | A+ | A | A- | B | C | D | F | পাশের হার |
---|---|---|---|---|---|---|---|---|---|
2010 | |||||||||
2011 | 09 | - | 04 | - | 03 | 02 | 100% | ||
2012 | 10 | 02 | 04 | 03 | 01 | - | 100% | ||
2013 | 09 | 04 | 03 | - | 02 | - | 100% | ||
2014 |
B গ্রেড থেকে A গ্রেড এ উন্নীত
বয়ড়া ভাটিকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়টির ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধিসহ একটি মডেল প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা
বয়ড়া ইউনিয়ন পরিষদ এর সাথে পদ্মা নদীর পাড় সংলগ্ন এর অবস্থান। যাতায়াত ব্যবস্থা ভাল। সম্পূর্ণ পাকা রাস্তা বিদ্যমান।
1. আশা আক্তার ৪র্থ শ্রেণী
2. রাব্বী মন্ডল ৩য় শ্রেণী
3. সানজিদা হক ৩য় শ্রেণী
4. ইয়ামিন- ১ম শ্রেণী
5. সিফা আক্তার ১ম শ্রেণী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস