ভাওয়ার ডাঙ্গি সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামে এম,এ, রাজ্জাক আদর্শ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত। বিদ্যালয়টি আশ্রয়ন প্রকল্পসহ দ্বি-তল ভবন বিশিষ্ট। বিদ্যালয়ে মোট 4টি কক্ষ আছে। 3টি শ্রেণী কক্ষ ও 1টি অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে 4 জন শিক্ষক ও 100 জন ছাত্র-ছাত্রী রয়েছে।
১৯১২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বেশ প্রাচীন। কিন্তু পদ্মা নদীর ভাঙ্গনের কারণে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়েছে।
১১ সদস্য বিশিষ্ট বর্তমান পরিচালনা কমিটি বিদ্যালয়ের দায়িত্বে আছেন।
সন | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | F | পাশের হা |
---|---|---|---|---|---|---|---|---|---|
2011 | 09 | - | 3 | 3 | 2 | 100% | |||
2012 | 09 | 02 | 5 | 1 | 1 | 100% | |||
2013 | 13 | - | 7 | 4 | - | 1 | 100% | ||
2014 | |||||||||
2015 |
ভাওয়ার ডাঙ্গি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ। উপজেলা সদর হতে মাত্র 1 কি.মি পশ্চিমে এম, এ, রাজ্জাকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস