১৮৯২ খৃঃ ঘুনী গ্রাম নিবাসী স্বর্গীয় কালি নারায়ন রায় নামক এক মহাপুরম্নষ কর্তৃক ঝিট্কা মধ্য ইংরেজী বিদ্যালয় স্থাপিত হয়। তাহারই পরিপূর্ণরূপ ঝিট্কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস
১৮৯২ খৃঃ ঘুনী গ্রাম নিবাসী স্বর্গীয় কালি নারায়ন রায় নামক এক মহাপুরম্নষ কর্তৃক ঝিট্কা মধ্য ইংরেজী বিদ্যালয় স্থাপিত হয়। তাহারই পরিপূর্ণরূপ ঝিট্কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়।
১৯১২ খৃঃ বিক্রমপুরের প্রসিদ্ধ বসু বংশ সম্ভুত মহাত্মা নিশিকামত্ম বসু সেটেল মেন্টের উর্ধ্বতন কর্মকর্তা রূপে ঝিট্কাতে আগমন করেন। এবং বিদ্যালয়ের উন্নতি কল্পে জনসাধারনের নিকট হতে বিদ্যালয়ের উপযোগীতা প্রদর্শন পূর্বক সহস্রাধিক টাকা সংগ্রহ করেন। সংগ্রীহিত টাকা বিদ্যালয় পরিচালনা কমিটির হসেত্ম অর্পন করিয়া বিদ্যালয়ের উন্নতির যাবতীয় বন্দোবসত্ম করিয়া এ স্থান ত্যাগ করেন। উক্ত টাকায় একখানি টিনের ঘর বিদ্যালয়ের শোভা বর্ধন করে। ১৯২১ খৃঃ পর্যমত্ম এই ঘরটিতেই বিদ্যালয়ের যাবতীয় কাজ সুসম্পন্ন হইয়া আসিতে ছিল। স্কুল কমিটির সভাপতি বাবু যজ্ঞেশ্বর পোদ্দার মহাশয় ও স্থানীয় বিদ্যোৎসাহী কতিপয় ভদ্রোলোকের সংগৃহিত টাকায় আরেকটি টিনের ঘর নির্মান করেন।
১৯১২ খৃঃ হইতে ১৯১৮ খৃষ্টাব্দের ফেব্রম্নয়ারী মাস পর্যমত্ম বুতনী নিবাসী স্বর্গীয় দীনেশ চন্দ্র সরকার মহাশয় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে অধিষ্টিত ছিলেন। তৎপর ১৯১৮ খৃঃ মার্চ মাস হইতে ১৯২৯ খৃঃ পর্যমত্ম প্রধান শিক্ষকের পদ অলংকৃত করেন স্বর্গীয় শরৎ চন্দ্র চক্রবর্তী মহাশয়। ১৯২৬ সনে এই বিদ্যালয়টিকে মধ্য ইংরেজী বিদ্যালয় হইতে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধামত্ম করা হয়।
উচ্চ বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জায়গা জমি, ঘর ও যাবতীয় টাকা পয়সা প্রদান করেন স্থানীয় জমিদার বাবু যজ্ঞেশ্বর পোদ্দার মহাশয়। তাহার পিতার নামানুসারে বিদ্যালয়ের নামকরণ করা হয় ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়। ১৯২৯ খৃঃ উচ্চ বিদ্যালয় হিসাবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্বীকৃতি লাভ এবং পরে স্থায়ী স্বীকৃতি লাভ করে।
কালের আবর্তে বিদ্যালয়টির ভৌতিক অবকাঠামো উন্নত হইতে উন্নত হইতে থাকে। ২০১২ খৃঃ অত্যাধুনিক এবং মানসম্মত কম্পিউটার ল্যাব স্থাপন সহ বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য :
কমিটি গঠনের তারিখ : ১৫/১০/২০১৪
মেয়াদ উত্তির্ণের তারিখ : ১৪/০৪/২০১৫
মোঃ রফিক মিয়া | সভাপতি (এডহক কমিটি) |
আনোয়ার হোসেন ভূইয়া | অভিভাবক সদস্য |
ওয়াহিদুল ইসলাম | শিÿক প্রতিনিধি |
শাহ্ ওয়াজেদ আলী চৌধুরী | সদস্য সচিব/ প্রধান শিÿক (ভারপ্রাপ্ত) |
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীÿার ফলাফল :
জেএসসি
সাল | মোট পরীÿার্থী | A+ | A | A- | B | C | D | F | পাশের হার |
২০১০ | ১৮১ | ০ | ৬ | ৫ | ১৩ | ৬৫ | ৪৩ | ৪৯ | ৭২.৯২% |
২০১১ | ২৩১ | ১ | ১৩ | ১০ | ৯ | ৬৩ | ৪১ | ৯৪ | ৫৯.৩০% |
২০১২ | ৩০২ | ৩ | ১০ | ১৩ | ৩৪ | ১০৪ | ৫৬ | ৬৯ | ৭২.৮৫% |
২০১৩ | ২৯০ | ৫ | ৩৬ | ৪১ | ৫৬ | ৮৩ | ১২ | ৫৫ | ৮০.৩৪% |
২০১৪ | ৩১৮ | ৬ | ১৭ | ৪৮ | ৬৮ | ৯৯ | ০ | ৭২ | ৭৬.৮৫% |
এসএসসি
সাল | মোট পরীÿার্থী | A+ | A | A- | B | C | D | F | পাশের হার |
২০১০ | ১৪৮ | ৭ | ২২ | ৩১ | ৩১ | ৩২ | ০ | ২৫ | ৮৩.১% |
২০১১ | ১৮০ | ৯ | ৬২ | ৪২ | ২৯ | ১৫ | ০ |
| ৮৭.২২% |
২০১২ | ১৫১ | ১ | ৩১ | ৩৪ | ৪৩ | ৩৩ | ২ | ৭ | ৯৫.৩৬% |
২০১৩ | ১৬৭ | ৪ | ২৮ | ৩৪ | ৪২ | ৩২ | ২ | ২৫ | ৮৫.০২% |
২০১৪ | ১৪৯ | ৮ | ৩৩ | ২৮ | ৩৯ | ২৭ | ০ | ১৪ | ৯০.৬০% |
২০১৪ সনের এস. এস. সি পরীÿায় উপজেলা ভিত্তিক সেরা বিদ্যালয়ের স্বীকৃতি স্বরূপ অত্র
বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ বাংলাদেশ
সহ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সহীত বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত রয়েছে।
বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার মধ্যে একটি মাইলফলক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা।
মানিকগঞ্জ জেলা হইতে ২৫ কিলোমিটার পশ্চিমে বাস, ট্যাম্পু অথবা যে কোন গাড়ী যোগে ঝিটকা বাজারের হরিরামপুর মোড় থেকে একটু আগায়া ইছামতি নদীর পাড়ে ঝিটকা আনন্দ মোহন অবস্থিত।
যোগযোগের মাধ্যমঃ বাস, রিকসা, মটর সাইকেল, নৌকা ইত্যাদি।
মোবাইল নম্বর : ০১৭১৬-৯৪৬৩৯৫
ই-মেইল : jhitka_school@yahoo.com
মেধাবী ছাত্র/ছাত্রী বৃনদ :
ছাত্র/ছাত্রীর নাম | শ্রেণী ও শাখা | মেধাক্রম |
বিশ্বজিত সরকার | দশম | ১ম |
মোশায়েক উদ্দিন | দশম | ২য় |
রবিউল ইসলাম | নবম (ক) | ১ম |
শাওন ভূইয়া | নবম (ক) | ২য় |
সাজিয়া আক্তার | অষ্টম (ক) | ১ম |
সুমন মৃধা | অষ্টম (ক) | ২য় |
সজিব সাহা | সপ্তম (ক) | ১ম |
ইয়াছির আরাফাত | সপ্তম (ক) | ২য় |
মোঃ মেহেদী হাসান | ষষ্ঠ (ক) | ১ম |
সৌরভ প্রামানিক | ষষ্ঠ (ক) | ২য় |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস