এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, এম, এ, রউফ কলেজ কৌড়ী, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলাধীন ১নং গালা ইউনিয়নের অন্তর্গত কৌড়ী গ্রামে ৮.৪৪ একর জমির উপর মনোরম পরিবেশে অবস্থিত। এলাকার সাধারণ মানুষের ছেলে-মেয়েদের লেখাপড়ার উদ্দেশ্যে উক্ত এলাকার হিতৈষী এবং বিদ্যানুরাগী ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭০ইং সালে প্রতিষ্ঠিত হইয়া ১৯৭৭ইং সালে উচ্চমাধ্যমিক পর্যায়ে এম.পি.ওভূক্ত হয় এবং ০১/০৭/১৯৮৭ সালে কলেজটি স্নাতক পর্যায়ে স্বীকৃতি লাভ করে। পূর্ণাঙ্গ ডিগ্রী কলেজ হিসাবে চারটি বিষয়ে অনার্সসহ বি.এ, বি.এস-সি, বি.কম ও বি.এস.এস পর্যায়ে পাস কোর্স চালু আছে। চারটি অনার্স কোর্স যথা বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও হিসাব বিজ্ঞান বিষয়ে বিগত চার বছর যাবত অনার্স কোর্সে নির্বিঘ্নে পাঠদান চলিতেছে।
কলেজের ইতিহাস
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, এম, এ, রউফ কলেজ কৌড়ী, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলাধীন ১নং গালা ইউনিয়নের অন্তর্গত কৌড়ী গ্রামে ৮.৪৪ একর জমির উপর মনোরম পরিবেশে অবস্থিত। এলাকার সাধারণ মানুষের ছেলে-মেয়েদের লেখাপড়ার উদ্দেশ্যে উক্ত এলাকার হিতৈষী এবং বিদ্যানুরাগী ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭০ইং সালে প্রতিষ্ঠিত হইয়া ১৯৭৭ইং সালে উচ্চমাধ্যমিক পর্যায়ে এম.পি.ওভূক্ত হয় এবং ০১/০৭/১৯৮৭ সালে কলেজটি স্নাতক পর্যায়ে স্বীকৃতি লাভ করে। পূর্ণাঙ্গ ডিগ্রী কলেজ হিসাবে চারটি বিষয়ে অনার্সসহ বি.এ, বি.এস-সি, বি.কম ও বি.এস.এস পর্যায়ে পাস কোর্স চালু আছে। চারটি অনার্স কোর্স যথা বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও হিসাব বিজ্ঞান বিষয়ে বিগত চার বছর যাবত অনার্স কোর্সে নির্বিঘ্নে পাঠদান চলিতেছে। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে অত্র কলেজটি মানিকগঞ্জ জেলার মুক্তিযোদ্ধাদের ১ম ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়েছিল। যাহা সমগ্র মানিকগঞ্জ জেলার মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব প্রদানকারী ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়েছিল। কলেজের অবকাঠামোগত উন্নয়ন হিসাবে একটি তিনতলা ভবন, একটি দ্বিতলভবন, দুইটি একতলা ভবন এবং পাঁচটি বিশালাকৃতির আধা পাঁকা টিনসেট ঘর ও শিক্ষক-কর্মচারীদের নামাজের জন্য একটি টিনসেট মসজিদ রহিয়াছে। কলেজের বিশাল আকারের খেলার মাঠ সহ মাছ চাষের উপযোগী তিনটি পুকুর রহিয়াছে। কলেজ বাউন্ডারী দিয়ে সহস্রাধিক মূল্যবান কাঠ গাছ রহিয়াছে। যাহা কলেজের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করিয়াছে। কলেজের দুই পার্শ্ব দিয়া প্রধান সড়ক সংযুক্ত দুইটি পাকা রাস্তা রহিয়াছে। যাহা কলেজের যোগাযোগের ক্ষেত্রে একটি চমৎকার ভূমিকা পালন করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই কলেজেও একটি সুসজ্জিত কম্পিউটার ল্যাব স্থাপিত হয়েছে। এই কলেজে বি,এন,সি,সি’র একটি প্লাটন, রোভার, স্কাউটের একটি ইউনিট এবং রেডক্রিসেন্ট-এর একটি সুসজ্জিত দল রহিয়াছে। যাহারা জাতীর দুর্যোগকালীন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সদাপ্রস্ত্তত।
কলেজপরিচালনাপরিষদেরতালিকা
ক্রমিকনং | নাম | পদবী |
০১ | জনাবরুবিনাফেরদৌসী উপজেলানির্বাহীঅফিস, হরিরামপুর, মানিকগঞ্জ। | সভাপতি কলেজপরিচালনাপরিষদ |
০২ | জনাবমোঃআমিনুররহমান | প্রতিষ্ঠাতাসদস্য |
০৩ | জনাবএসএমএসইকবালহোসেন | দাতাসদস্য |
০৪ | জনাবমোঃশফিকবিশ্বাস | বিদ্যুৎসাহীসদস্য |
০৫ | জনাবএটিএমজহিরআলমখানলোদী) | বিদ্যুৎসাহীসদস্য |
০৬ | জনাবস্বপনকুমারচক্রবর্তী | বিদ্যুৎসাহীসদস্য |
০৭ | জনাবআ,স,মখালেকউজ্জামান | হিতৈষীসদস্য |
০৮ | জনাবরফিকুররহমানচৌধুরী | অভিভাবকসদস্য |
০৯ | জনাবফিরোজআলমামুন | অভিভাবকসদস্য |
১০ | জনাবআওলাদহোসেন | অভিভাবকসদস্য |
১১ | জনাবরবিন্দ্রনাথসরকার | শিক্ষকপ্রতিনিধি |
১২ | জনাবমোহাম্মদআলী | শিক্ষকপ্রতিনিধি |
১৩ | জনাবসুফিয়াআক্তার | শিক্ষকপ্রতিনিধি |
১৪ | জনাবদেঃমোঃআনিছুররহমান ভারপ্রাপ্তঅধ্যক্ষ | সদস্যসচিব |
বিগত৫বৎসরেরপাবলিকপরীক্ষারফলাফল
পাশেরসন | মোটপরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | F | পাশেরহার |
২০১০ | ১৬৮ | ০১ | ১০ | ১৩ | ১৭ | ৪৩ | ০৩ | ৮১ | ৮৭ ৫১.৭৮% |
২০১১ | ১৪৫ | - | ০৯ | ১৯ | ৩৮ | ৪১ | ০৩ | ৩৫ | ১১০ ৭২.৮৬% |
২০১২ | ১২৬ | ০৩ | ২১ | ২৬ | ২৪ | ২২ | ০৫ | ২৫ | ১০১ ৮০.১৬% |
২০১৩ | ২১৩ | - | ২২ | ২৯ | ৩০ | ৩৬ | ০১ | ৯৫ | ১১৮ ৫৫.৩৯% |
২০১৪ | ২৩৫ | ০২ | ১৫ | ৫২ | ৬২ | ৬৯ | ০৫ | ৩০ | ২০৫ ৮৭.২৩% |
বিগত৫বৎসরেরডিগ্রী(পাস) পরীক্ষারফলাফল
পাশেরসন | পরীক্ষার্থীরসংখ্যা | ১মবিভাগ | ২য়বিভাগ | ৩য়বিভাগ | মোট পাশ | মোটফেল | মোটপাশেরশতকরাহার |
২০০৮ | ৬৮ | ০২ | ৩১ | - | ৩৩ | ৩৫ | ৩৩ ৪৮.৫২% |
২০০৯ | ৪৭ | - | ২৪ | ০৭ | ৩১ | ১৬ | ৩১ ৬৫.৯৬% |
২০১০ | ৪৭ | - | ২৫ | ০৬ | ৩১ | ১৬ | ৩১ ৬৫.৯৬% |
২০১১ | ৫৪ | ০২ | ৩৭ | ০৭ | ৪৬ | ০৮ | ৪৬ ৮৫.১৮% |
২০১২ | ৫২ | ০৪ | ৪০ | ০৬ | ৫০ | ০২ | ৫০ ৯৬.১৫% |
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় যখন কোন মহাবিদ্যালয় ছিলনা, যখন অত্র এলাকার দরিদ্র এবং নদীভাঙ্গনের স্বীকার সম্বলহীন মানুষেরা তাদের ছেলে-মেয়েদের মহাবিদ্যালয় এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত করা থেকে বঞ্চিত চ্ছিল তখন এই কলেজটি অত্রএলাকার দরিদ্রমানুষের ছেলে-মেয়েদের লেখাপড়া করানোর এক মহান দায়িত্ব ভারগ্রহণ করে।কলেজ প্রতিষ্ঠার পর থেকে অদ্যা বধিশতশত ছাত্র/ছাত্রী এই বিদ্যালয় থেকে বিদ্যা অর্জন করে সারাদেশে ছড়িয়ে পড়ছে এবং তারা দেশের উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হচ্ছে।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ আগামী দিনে এই কলেজে সকল বিষয়ে অনার্স কোর্স চালুসহ স্নাতকোত্তর কোর্স চালু করার পরিকল্পনা রহিয়াছে। অদূর ভবিষ্যতে এই কলেজটিকে একটি সম্পূর্ণ আবাসিক এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা রহিয়াছে।
এম এ রউফ ডিগ্রী কলেজ, কৌড়ী
গ্রাম: কৌড়ী, ডাকঘর: চালা
উপজেলা: হরিরামপুর, জেলা: মানিকগঞ্জ।
মানিকগঞ্জ হতে ঝিটকা রোডে কলেজগেট স্টন্ড হতে ১ কেলোমিটার দক্ষিনে কৌড়ী বাজারের পূর্ব পাশে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস