হরিরামপুর উপজেলাধীন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসন থানা পুলিশ বাহিনীর সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে। কিছু দিন আগে অভিযান পরিচালনা করে ০১টি মেঘা ড্রেজিং প্রকল্প-১ ড্রেজার জব্দ ও ০১ জন কে কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনকারী/ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জেল, জরিমানা ও ড্রেজার জব্দ অব্যাহত আছে। গত 18 মে 2019 খ্রিঃ পদ্মা নদীতে উপজেলা প্রশাসন ও হরিরামপুর থানা পুলিশ তিনটি ভাগে ভাগ হয়ে অভিযান পরিচালনা করলে এ সময় নদীতে কোন বালু উত্তোলনকারী ড্রেজার দেখা যায়নি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস