০২/০৩/২০১৬ তারিখ বুধবার মানিকগঞ্জে হরিরামপুর উপজেলায় আবেদন/অভিযোগ রেজিস্টার ডিজিটাইজেশন ও নলেজ ডেস্ক কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমের মাধ্যমে নির্বিঘে দ্রুত সময়ে এবং স্বল্প খরচে উপজেলা নির্বাহী অফিসে সেবা গ্রহীতার আবেদন/অভিযোগ গ্রহণ, শ্রবণ, শুনানী নিস্পত্তি করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, তিনি বলেন প্রধানমন্ত্রী মানুষের দোড় গোড়ায় সেবা পৌছে দিতে বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট ও একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এবং মন্ত্রিপরিষদ বিভাগ বর্তমানে জনপ্রশাসনে নাগরিক সেবায় উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরী করার জন্য কাজ করছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জে হরিরামপুরে পাইলট প্রোগ্রাম হিসাবে সেবাটি আমরা উদ্বোধন করলাম। আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূর তাজুল হক, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল হুদা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার রুবিনা ফেরদৌসী, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, অফিসার ইনচার্জ নজরুল ইসলামসহ উপজেলার সকল কর্মকর্তা, নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস