Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মাচাইন মাজার
বিস্তারিত

বাংলার বিখ্যাত হোসেন শাহী বংশের খ্যাতিমান সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্ এর রাজত্বকালে তিনি মানিকগঞ্জ অঞ্চলে ইসলাম প্রচারের লক্ষ্যে আগমন করেন। তাঁর খানকাহ প্রতিষ্ঠা করেন বর্তমান মাচাইন গ্রামে। তিনি সর্বদাই একটি মাচার উপর বসতেন। ইছামতির তীরে অবস্থিত হলেও তাঁর আগমনের সময় কোশী তিস্তার স্রােতধারা অবলম্বন করে প্রাচীন ভুবনেশ্বর নদী প্রবাহমান ছিল বলে জানা যায়।  মাচাইন গ্রামেই হযরত শাহ্ রুস্তম-এর মাজার শরীফ ও ত্রি-গম্বুজ বিশিষ্ট আকর্ষণীয় শিল্প মন্ডিত একটি মসজিদ রয়েছে। শিলালিপি  অনুযায়ী মসজিদটি ১৫০১ সালে প্রখ্যাত হোসেন শাহ্ কর্তৃক নির্মিত হয়েছিল।