ইলিশের প্রধান প্রজনন মৌসুম (১২ অক্টো-২ নভে:) এর মধ্যে ১২-১৮ অক্টোবর ৭দিনে পদ্মা নদীর বিভিন্ন অংশে ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ অক্টোবর/১৬ পদ্মা যমুনা বলবন্ত জলমহাল এর সেলিমপুর অংশে ১৭ জন, ১৫ অক্টোবর ১৬ হাজার মিটার জাল জব্দ, ১৭ অক্টোবর আজিমনগর ও কাঞ্চনপুর অংশে ১০ জন এবং ১৮ অক্টোবর হাতিঘাটা অংশে ৪ জন মোট ৩১ জন জেলেকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম তথা নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধারার অপরাধে প্রত্যেকে ১ বছর করে বিনাশ্রম করাদন্ড, ৩৯৭০০ মিটার নিষিদ্ধ(কারেন্ট) জাল জব্দ করে পোড়ানো হয় এবং আনুমানিক ০.৩৫ মে.ট মাছ এতিমখানায় দান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS