মানিকগঞ্জ জেলার হরিরামপুর ভূথন্ডটি একেবারেই প্রাচীন। বৃটিশ জরীপ মানচিত্র ও প্রতিবেদনে এর সত্যতা খুঁজে পাওয়া যায়। বাংলার বিথ্যাত চন্দ্র রাজবংশের শাসনামলে এটি চন্দ্র রাজ বংশীয় সম্রাজ্যভুক্ত ছিল। জানা গেছে সাভার হতে ফরিদপুর এটি ছিল একটি সমুদ্র ন্যায় বিশাল জলাশয় যা টোল সাগর নামে পরিচিত ছিল। একদা রাতে ঝড়ের মধ্যে এ জলাশয়ের মধ্য দিয়ে দরবেশ ফরিদউদ্দিন নৌকায় যাচ্ছিল। তাঁরই মহিমায় ঝড়টি থেমে যায় এবং পানি শুকিয়ে ছোট ছোট ভূখন্ডের সৃষ্টি হয়। এ সকল ভূখন্ডের একটি দ্বারা এ জনপদটি সৃষ্টি হয়েছিল। শ্র“তি আছে যে, বর্মন রাজবংশের শাসনামলে রাজা হরিবর্মন এ এলাকাটি শাসন করতেন । তাঁরই নামানুসারে এ জনপদের নাম হয় হরিরামনগর যা পরবর্তীতে হরিরামপুর নামে পরিচিতি লাভ করে। মূল থানা সদর দপ্তরটি বহু পূর্বে সর্বনাশা পদ্মা নদীতে ভেঙ্গে নিয়েছে।বর্তমান সদর দপ্তরিিট সেখান থেকে ১০ কিঃ মিটার উত্তর পূর্বদিকে ভিতরে দাশকান্দি মৌজায় অবস্থিত। এক নজরে হরিরামপুর উপজেলার তথ্য: আয়তন : ২৪৫.৪২ বর্গ কিলোমিটার , জনসংখ্যা : ১,৭১,২৭৪ জন , ঘনত্ব : ৬৯৮ জন প্রায়/বর্গ কিলোমিটার প্রায়। অবস্থানগত দিক : পশ্চিমে শিবালয় উপজেলা , উত্তরে মানিকগঞ্জ সদর উপজেলা , পূর্বে ঢাকা জেলার দ্রোহার ও নওয়াবগঞ্জ উপজেলা , দক্ষিণে ফরিদপুর জেলা। নির্বাচনী এলাকা : ১৬৯-মানিকগঞ্জ-০২ , ভোটার সংখ্যা: পুরুষ- ৪৯,৯৩৭ জন, মহিলা- ৫১,০৯৫ জন , মোট ভোটার সংখ্যা ১,০১,৩৩২ জন, ইউনিয়নের সংখ্যা : ১৩টি, মৌজা সংখ্যা: ১৯৬ টি ( তম্মধ্যে ৩৭টি মৌজা পদ্মা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS